আমাদের সম্পর্কে

স্কটল্যান্ডে বাংলাভাষী কমিউনিটির দ্রুত বিস্তার ঘটছে। কিন্তু সেই অনুপাতে এখানে বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অনুশীলনের পর্যাপ্ত ক্ষেত্রের প্রসার ঘটছে না। যদিও অন্যান্য ভাষায় সামাজিক মাধ্যমে কলা ও শিল্পের ক্রমবর্ধমান বিকাশ পরিলক্ষিত হয়, তবুও বিভিন্ন কারনে অন্তর্জালে বাংলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার অনুকুল পরিবেশের অভাব রয়েছে।

স্কটল্যান্ডের দ্রুত বর্ধিষ্ণু বাংলা কমিউনিটির প্রয়োজনীয় তথ্যের উপযোগিতা নিশ্চিত, সংবাদ প্রচার এবং অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা প্রদান করার লক্ষ্য নিয়েই স্কটিশ মৈত্রী’র আবির্ভাব।

স্কটল্যান্ডে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির সাথে সারা বিশ্বের বাংলা ভাষা ভাষী মানুষের সংযোগ স্থাপন এবং সম্প্রীতির মেলবন্ধন জোরালো করার জন্য স্কটিশ মৈত্রী সার্বিক প্রচেষ্টা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আত্মপ্রকাশের উষালগ্নে আমরা স্কটল্যান্ডের প্রিয় বাঙ্গালি কমিউনিটিকে সালাম, শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি।

আমাদের কাছে যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

সম্পাদক: বদরুল হোসেন বাবু