Videos সুরের অনুরণনে মুখরিত স্কটিশ পার্লামেন্ট - স্কটিশ মৈত্রী

সুরের অনুরণনে মুখরিত স্কটিশ পার্লামেন্ট

মধ্য ডিসেম্বরের কনকনে শীতের সন্ধ্যায় স্কটিশ পার্লামেন্টের হর্স ওয়াইন্ডে মিষ্টি সুরের অনুরণনে মুখরিত হলেন দর্শক- শ্রোতা। ইউরোপে উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের চর্চা ও প্রসারনায় ব্যাপৃত সংঘটন সৌধের দ্বিতীয় প্রযোজনায় হলভর্তি উপস্থিতি তৃপ্ত হলেন সংগীত ও কবিতার মেলবন্ধনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও উপস্থাপনায় ছিলেন প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী ও টিএম আহমেদ কায়সার এবং অনুসূয়া পাল। রাগ সঙ্গীতের অনুবর্তী পাবলো নেরুদার লেখা স্প্যানিশ কবিতা আবৃত্তি করেন এডিনবরায় বসবাসরত কবি নাজারাত রানিয়া। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গতিপূর্ণ ইংরেজী ভাষায় লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ কবি মেধা সিং।

অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শক, শিল্পী ও কলাকুশলীদের একাংশ

স্থানীয় দর্শকদের বিপুল আগ্রহে অনুষ্ঠানের সম্পূর্ণ টিকেট অনলাইনে বিক্রি হয়ে যায় আগেই। দর্শক চাহিদা থাকলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় টিকেটের সংখ্যা দ্রুত ফুরিয়ে যায় বলে জানালেন সৌধের পরিচালক টি এম আহমেদ কায়সার। আগামীতে দর্শক চাহিদার দিকে লক্ষ্য রেখে আসন সংখ্যার বিন্যাস হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানটি স্পন্সর করেন ফয়ছল আহমদ চৌধুরী এমএসপি এমবিই। দর্শক গ্যালারীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব শাহনূর চৌধুরী, ডা: আব্দুল কাদির, ফ্রি-ল্যান্স লেখক বদরুল হোসেইন বাবু, ঢাকা প্রথম বিভাগ লীগের সাবেক ফুটবলার আলমগীর হোসেন, সংস্কৃতি অনুরাগী রশিদ আহমদ, আলোকচিত্রী রূপক পাল প্রমুখ।

সবশেষে চন্দ্রা চক্রবর্তীর গবেষনাগ্রন্থ ‘ এ টেইল অব তাওয়ায়েফ’ এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে আনন্দঘন এই সুর ও কাব্যের লহরী’র।

আরও পড়ুন: স্কটিশ পার্লামেন্টে সৌধের র‍্যাপসোডিস অব রিভার