স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় সৌধের প্রযোজনায় আয়োজিত হতে যাচ্ছে র্যাপসোডিস অব রিভার নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কটিশ পার্লামেন্টে আগামী ১৯শে মে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অনুষ্টান ভারতীয় ধ্রুপদী ও বাংলা লোক সংগীত এবং কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পরিকল্পনায় সজ্জিত।
এই অনন্য শিল্প-প্রযোজনাটিতে অংশগ্রহণ করবেন অন্যতম সেরা ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী চন্দ্রা চক্রবর্তী, শীর্ষস্থানীয় ব্রিটিশ-ভারতীয় কবি এবং একাডেমিক অধ্যাপক বাসবী ফ্রেজার, শিল্প-ইতিহাসের প্রফেসর ইমেরিটাস মার্ডো ম্যাকডোনাল্ড , কবি আহমেদ কায়সার, ব্রিটিশ-তাজিকিস্তানী ভারতনাট্যম নৃত্যশিল্পী ওক্সানা বানশিকোভা, স্কটিশ এবং শাটল্যান্ডিয়ান কবি ক্রিস্টিন ডি লুকা , দুই প্রতিভাবান ভরতনাট্যম নৃত্যশিল্পী দেবরাতা পাল এবং তন্বী ভট্টাচার্য, নৃত্যশিল্পী শিল্পী ধর, কবি ডনা ম্যাথিউ, ড: সিদ্ধার্থ করগুপ্তা, ইউক্রেনিয়ান অভিনেতা এবং বাচিক শিল্পী কেসেনিয়া কোজিয়েভস্কাসহ আরও অনেকে।
বিশ্বের নেতৃস্থানীয় চলচ্চিত্র নির্মাতা এবং ভারতীয় উপমহাদেশীয় সিনেমার গুণী পরিচালক গৌতম ঘোষও এই প্রযোজনায় সংক্ষিপ্তভাবে উপস্থিত হবেন এবং জীবন ও নদী নিয়ে বক্তৃতা দেবেন।
র্যাপসোডিস অব রিভার অনুষ্ঠানটি স্পন্সর ও ফেসিলিটেশন করছেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই।
সৌধ সোসাইটি অফ পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক (www.saudha.org) দক্ষিণ এশীয় এবং অন্যান্য বিশ্বব্যাপী ধ্রুপদী শিল্পের জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। এটি কবিতা, সঙ্গীত এবং চিত্রকলার একটি নিরীক্ষাধর্মী প্রতিষ্ঠান। সৌধের বিভিন্ন প্রযোজনা এডিনবরার ফ্রিন্জ ফেষ্টিভ্যাল ছাড়াও লন্ডনের রয়্যাল আলবার্ট হল এবং ওয়েলসের পার্লামেন্ট হলে দর্শকমহলে সমাদৃত হয়েছে।
আরও পড়ুন: এডিনবরায় বার্নস নাইটে মনোজ্ঞ আয়োজন