Video thumbnail for আমি বাংলায় গান গাই || Ami Banglay Gaan Gai

আমি বাংলায় গান গাই || Ami Banglay Gaan Gai

Mar 14, 2025
#Ami_Banglay_Gaan_Gai আমি বাংলায় গান গাই শিল্পী: জনি আহমদ আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি