ছিঁড়িল বীণার তার মুছে গেল পরিচয়
কুশিয়ারা নদীর এপারে অর্থাৎ পশ্চিম পাড়ে বাংলাদেশের জকিগঞ্জ। পূর্ব পাড়ে ভারতের করিমগঞ্জ। খুব সকালে এসে পৌঁছেছি জকিগঞ্জে। ঘন্টা তিনেক সময় বিশ্রাম শেষে ফেসবুকের বন্ধু মেহেবুব চৌধুরীকে বললাম, কুশিয়ারা তীরে চলো। ওখানে কিছু সময় না হয় কাটাব। একটু হেসে- ” ওই নদীতীরে পর্যাপ্ত পানি থাকায় পাখিরাও সেখানে ফিরেছে। বিকালেই ওখানে পাখিদের ভিড় থাকে। ” মেহেবুব চৌধুরী … Read more