স্কটল্যান্ডের এডিনবরার সাউথ কুইন্সফেরীর নৌবিহারে

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা। সমুদ্রের অতি কাছে অবস্থিতি এই শহরের। তবে ছোট ছোট কিছু পাথুরে পাহাড় আর টিলার ন্যায় উঁচুভূমিও আছে এখানে। ঐতিহাসিকভাবে এই শহরের গুরুত্ব অনেক। 

প্রতিবছর লক্ষ লক্ষ বিদেশী পর্যটক আসেন এখানে। স্কটল্যান্ডের বার্ষিক জিডিপির বড় একটি উৎস পর্যটন। এই খাত থেকে এদেশের আয়ের বড় অংশই ব্যয় হয় পর্যটন অবকাঠামোর রক্ষণাবেক্ষন ও উন্নয়নে।

এডিনবরা শহরের একটু অদূরে অবস্থিত সাউথ কুইন্সফেরী। এখানে পর্যটকদের আনাগোনা অনেক বেশি। সমুদ্রতীরে এই জায়গায় আছে মনোরম দৃশ্যাবলী। সামু্দ্রিক পর্যটন বিস্তৃত হয়েছে সাউদার্ন কুইনসফেরীকে ঘিরেই।

এডিনবরা ওয়েভারলি ষ্টেশন থেকে বের হলেই প্রিন্সেস ষ্ট্রিট। সেখান থেকে শহরের যেকোন গন্তব্যে যাওয়ার জন্য আছে বাস, ট্রাম ও ট্যাক্সী। এখান থেকেই ৪৩ নাম্বার  বাসে রওনা হওয়া যায় সাউদার্ন কুইন্সফেরীর উদ্দেশ্যে।

সাউথ কুইন্সফেরীকে অনেকে ফেরী বলেও চিনেন। এখানে ফেরীতে ঘুরার ব্যবস্থা আছে বলেই এরকম নামকরন হয়েছে।

এডিনবরা সাউথ কুইন্সফেরীর সবচেয়ে বড় আকর্ষণ এখানকার ফোর্থ ব্রিজ। ফেরী রোডের এই ব্রিজটির নির্মানকাল ১৯৬৪ সাল। এখনও এই ব্রিজটি প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে ফাইফের সাথে এডিনবরার সেতুবন্ধন ধরে রেখেছে। এই ব্রিজটি ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে আগেই।

সাউথ কুইন্সফেরীর একটি ক্রুজে লেখক

সাউথ কুইন্সফেরীতে অনেকগুলো ছোট ছোট ক্রুজ আছে। এগুলো ভাড়া নেয়া যায় গ্রুপ ট্যুরের জন্য। আবার টিকেট কিনেও এসব ক্রুজ দিয়ে ঘুরে বেড়ানো যায়। অনলাইনে সার্চ দিলেই টিকেট কেনার অনেক অপশন মিলে। এছাড়া টিকেট কাউন্টার থেকেও কিনে নেয়ার সুযোগ থাকছে।  তবে অনলাইন টিকেটে অনুমিতভাবেই দাম কিছুটা কম পড়বে।

পড়ন্ত বিকেলে সাউথফেরীর ক্রুজে ভ্রমণ সবসময়ই আনন্দের। তবে গ্রীষ্মে অবশ্যই এখানকার ভ্রমণ সব শ্রেণীর পর্যটকদের জন্য উপযোগী। ক্রুজে ডেকে দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্য অবলোকন করাটা সত্যিই কৌতুহলোদ্দীপক।

এখানকার প্রায় সবগুলো ক্রুজেই আছে ফাস্টফুড কিংবা স্ন্যাকসবার। হাতে কফি কিংবা ক্রিপস নিয়ে মিউজিকের সূরে সূরে সমুদ্রের বুক চিরে ভ্রমণ করার অভিজ্ঞতা অবশ্যই উল্লেখযোগ্য হয়ে থাকবে জীবনের ডায়েরীতে।

ইউরোপের এইসব ছোটবড় ক্রুজের ক্রেতাদের মধ্যে বড় একটি অংশ হচ্ছে এখানকার প্রবীণ সম্প্রদায়। চাকরি জীবন থেকে রিটায়ার করার পর এদের হাতে থাকে অফুরন্ত সময়। জীবনের গভীর উপলব্ধিকে আরো গভীর করার অভিপ্রায়ে এদের অনেকেরই প্রয়াস থাকে বেঁচে থাকা অবধি।

শেষ জীবনে খরচ তেমন একটা না থাকায় তাদের আর্থিক টানা পোড়েন থাকে কম। তাই টাকা খরচে তারা তেমন একটা কার্পণ্য করেন না।

এডিনবরা সাউথ কুইনসফেরীতে ভ্রমণের জন্য অনেকগুলো ক্রুজ সার্ভিস আছে। যেমন: সাউথ কুইনসফেরী বোট ট্যুর, ফার্থ অব ফোর্থ সাইট সিয়িং ট্যুর, ত্রি ব্রিজেস ট্যুর, সাউথ কুইন্সফেরী বাস ট্যুর ইত্যাদি।

স্থানীয়ভাবে এখানে বাস ট্যুরের ব্যবস্থাও আছে ভ্রমণ পিয়াসীদের জন্য। সময় কাটানোর জন্য সমুদ্রতীরের নৈসর্গিক শোভায় আচ্ছাদিত পায়ে চলার পথ। এখানে স্থানীয় ইতিহাস ঐতিহ্য নিয়ে আছে মিউজিয়ামও।

এডিনবরা ভ্রমণে একটি অপরিহার্য অংশ হচ্ছে সাউথ কুইন্সফেরী। এখানকার পর্যটন তথ্যকেন্দ্র, ওয়েব রিসোর্সেস, বুকলেট এবং বিভিন্ন ট্যুরিজম কোম্পানীর প্যাকেজেও অন্তর্ভুক্ত আছে সাউথ কুইন্সফেরী এলাকার সবিস্তার বর্ণনা।

-বদরুল হোসেন বাবু : সম্পাদক, সাগরপার

Leave a Comment