‘ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়’ কিংবা ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়’ এই দু’টি গান গুনগুন করে অনেকেই গেয়ে থাকেন। গান দুইটি আমাদের কাছে পরিচিত রবীন্দ্র সঙ্গীত হিসাবে। কিন্ত অনেকেই হয়তো জানেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানগুলোর ভাবানুবাদ করেছিলেন স্কটিশ জাতীয় কবি রবার্ট বার্নসের কবিতা কিংবা গান থেকে।
রবার্ট বার্নসের জন্ম স্কটল্যান্ডের আইরশায়ার কাউন্টির অ্যালোওয়েতে ১৭৫৯ সালের ২৫ শে জানুয়ারী। তাঁর বাবা উইলিয়াম বার্নস ছিলেন কৃষি খামারের মালিক। কবির ছোটবেলা কেটেছে বাবার খামারে কাজ করে।
সত্য বলতে কুন্ঠিত হয়োনা, পরিশ্রম করতে লজ্জা পেয়ো না’ এ ধরনের অনেক আপ্তবাক্য স্কটিশরা নিয়মিত ব্যবহার করেন রবার্ট বার্নসের উক্তি থেকে। বার্নসের অসংখ্য জনপ্রিয় কবিতা ও গানে তিনি স্কটল্যান্ডে কিংবদন্তীর মর্যাদায় অধিষ্ঠিত।
রবার্ট বার্নস স্কটিশদের কাছে রবি বার্ন হিসাবেও পরিচিত। রবি বার্নস মারা যান ১৭৯৬ সালের ২১শে জুলাই মাত্র ৩৭ বছর বয়সে। তবে এই সংক্ষিপ্ত জীবনকালেই তিনি যে সাহিত্যকর্ম তৈরি করেছেন তার গুরুত্ব অপরিসীম। তাঁর সৃষ্টিশীলতা সময়কে অতিক্রম করে তাকে চির অমর করে রেখেছে।
রবি বার্নসের প্রিয় খাবার ছিল হ্যাগীস। এটা ভেড়ার কলিজা ও যব দিয়ে তৈরি সিঙ্গারার মত একটি খাবার। এটা তাঁর এতই প্রিয় ছিল যে হ্যাগীস নিয়ে একটি বিখ্যাত কবিতাও লিখেন এই কবি।
তাঁর মৃত্যুর পর কয়েকজন বন্ধু মিলে প্রতিবছর জন্মদিনে তাঁকে স্মরণ করতে গিয়ে শুরু করেন হ্যাগীস পার্টি। দেশে বিদেশে অবস্থানরত স্কটিশরা সেটা অনুসরন করলে কালক্রমে তা রূপ নেয় বার্নস নাইট হিসাবে। আর হ্যাগীস স্বীকৃতি পেয়েছে স্কটল্যান্ডের জাতীয় খাবারের।
স্কটল্যান্ডের থিসল শাপলা কালচারাল গ্রুপ এ বছর বার্নস নাইট উদযাপনে আয়োজন করে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সংঘটনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল মাজুম ইসলামের উদ্যোগে আয়োজিত এই বার্নস নাইটে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের বাঙ্গালী কমিউনিটির সংস্কৃতিপ্রিয় অসংখ্য রবার্ট বার্নস অনুরাগী।
এডিনবরা শহরের ঈষ্টার্ন প্যাভিলিয়ন রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত সদস্য ও শ্যাডো কালাচারাল মিনিষ্টার বাংলাদেশী বংশদ্ভুত ফয়সল চৌধুরী এমএসপি, স্কটল্যান্ডে বাংলাদেশের সাবেক অনারারী হাইকমিশনার ড: ওয়ালী তসর উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির, সঙ্গীত শিল্পী জনি আহমদ প্রমূখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহনুর চৌধুরী।
রবার্ট বার্নসকে নিয়ে আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন ফ্রিল্যান্স লেখক বদরুল হোসেন বাবু। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যকর্মী ফখরুল মাজুম ইসলাম, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কবির আহমদসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ। কবিতা ও সংগীত পরিবেশন করেন জনি আহমদসহ স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্কটিশ ও বাংলাদেশী ষ্টাইলে খাবার পরিবেশনের মধ্য দিয়ে রবার্ট বার্নসকে স্মরণ করা হয়। আয়োজকরা জানান স্কটল্যান্ডে অবস্থিত বাংলাদেশী কমিউনিটির ব্যাপক অংশগ্রহনে আগামীতেও বার্নস নাইট নিয়মিত উদযাপনের চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
এডিনবরা: বিলুপ্ত আগ্নেয়গিরির উপর যে শহর প্রতিষ্ঠিত
স্কটল্যান্ড যুক্তরাজ্যে থেকেও যেসব ঐতিহ্য আর স্বাতন্ত্র্য বহন করে চলেছে