৫ টি মহাসাগরের নাম আমরা কেউ জানি আবার কেউ জানি না। পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭০.৯% জায়গা এই ৫টি মহাসাগরের মোট আয়তনে। এই মহাসাগর গুলো বিপুল জলরাশি, উপসাগর ও ছোট বড় সমুদ্রের মিলিতরূপ। আবার লবণযুক্ত বিপুল জলরাশি বা অতিপ্রকান্ড জলরাশিকে মহাসাগর বলে। মহাসাগরের পানির বা জলের রং থাকে নীল রং।
5 টি মহাসাগরের নাম
বর্তমানে ও এ পর্যন্ত পৃথিবীতে মহাসাগরের তালিকায় ৫টি মহাসাগরের নাম উল্লেখ করা হয়েছে। ৫টি মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। নিম্নে এই ৫টি মহাসাগর সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো:
(১) প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর গভীরতম মহাসাগর হিসেবে বিবেচনা করা হয়। আয়তনের দিক থেকে এই মহাসাগরটি তুলনামূলক ভাবে বড়।
প্রশান্ত মহাসাগরের উত্তরে সুমেরু মহাসাগর বা উওর মহাসাগর থেকে কুমেরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পানির আয়তন ৭১,০০,০০,০০০ কিমি। প্রশান্ত মহাসাগরের স্থানাঙ্ক ০° উওর হতে ১৬০° পশ্চিম। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা ৪২৫০ মিটার ও সর্বাধিক গভীরতা ১০,৯১১ মিটার। প্রশান্ত মহাসাগর আয়তনে ১৬,৫২,৫০,০০০ বর্গকিলোমিটার, যা বর্গমাইল হিসেবে ৬,৩৮,০০,০০০ বর্গমাইল যা এন্টার্কটিকা সংলগ্ন কুমেরু সাগরের সীমা হিসেবে বলা হয়। পৃথিবীর মোট জলভাগের উপরিতলের ৪৬% প্রশান্ত মহাসাগরে ও পৃথিবীর পৃষ্ঠতলের ৩২% অঞ্চল প্রশান্ত মহাসাগরে অবস্থিত।প্রশান্ত মহাসাগরে ছোট বড় অনেক সমুদ্র রয়েছে যা নিচে উপস্থাপন করা হলো:
- কোরাল সাগর
- ফিলিপাইন সাগর
- দক্ষিণ চীন সাগর
- অস্ট্রেলীয় ভূমধ্যসাগর
- তাসমান সাগর
- ওখোৎস্ক সাগর
- বেরিং সাগর
- পূর্ব চীন সাগর
- জাপান সাগর
- আলাস্কা উপসাগর
- সলোমন সাগর
- আরাফুরা সাগর
- গ্রাউর সাগর
- পীতসাগর
- বাণ্ডা সাগর
- তিমুর সাগর
- মালুকু সাগর
- বোহাই উপসাগর
- বালি সাগর
- সেরাম সাগর
- থাইল্যান্ড উপসাগর
- জাভা সাগর
- হালমাহিরা সাগর
- ক্যালিফোর্নিয়া উপসাগর
- সাভু সাগর
- সেটো অন্তর্দেশীয় সাগর
- সুলু সাগর
- কারপেন্টারিয়া উপসাগর
- বিসমার্ক সাগর
- সুলাবেসি সাগর
- টোংকিন উপসাগর
- আনাদির উপসাগর
এসকল সমুদ্র বন্দর ছাড়াও আরো কিছু ছোট বড় সমুদ্র থাকতে পারে।
(২) আটলান্টিক মহাসাগর
পৃথিবীর দ্বিতীয় বৃহওম মহাসাগর হিসেবে বলা আটলান্টিক মহাসাগর। অতলান্ত মহাসাগর নামে আটলান্টিক মহাসাগর পরিচিত। আটলান্টিক মহাসাগরের আয়তন ১০৬,৪৬০,০০০ বর্গকিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা ৩৬৪৬ মিটার ও সর্বাধিক গভীরতা ৮,৩৭৬ মিটার এবং এ মহাসাগরের পানির আয়তন ৩১,০৪,১০,৯০০ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য প্রান্তিক সমুদ্রসহ ১,১১,৮৬৬ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের কিছু সমুদ্র সমূহের নাম উপস্থাপন করা হলো:
- সারগাসো সাগর
- ক্যারিবীয় সাগর
- নরওয়েজীয় সাগর
- আর্জেন্টিনীয় সাগর
- মেক্সিকো উপসাগর
- উত্তর সাগর
- আর্মিঙ্গার সাগর
- লিবিয়ান সাগর
- এজিয়ান সাগর
- বালেয়ারীয় সাগর
- ইংলিশ চ্যানেল
- কৃষ্ণ সাগর
- বথনিয়া উপসাগর
- জেমস উপসাগর
- হাডসন উপসাগর
এছাড়া ছোট বড় আরো বিখ্যাত সমুদ্র রয়েছে। আটল্যান্টিক মহাসাগরে।
(৩) ভারত মহাসাগর
বিশ্বের ৩য় বৃহওম মহাসাগর হিসেবে পরিচিত সাগর হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ দখল করে আছে। ভারত মহাসাগরের সর্বাধিক দৈর্ঘ্য ৯৬০০ কিলোমিটার ও প্রস্থ ৭৬০০ বর্গকিলোমিটার। ভারত মহাসাগরের গড় গভীরতা ৩৭৪১ মিটার ও সর্বাধিক গভীরতা ৭২৫৮ মিটার।
আরও পড়ুন: 7 টি মহাসাগরের নাম
আহসান মঞ্জিল কে নির্মাণ করেন, কেন বিখ্যাত?
(৪) আর্কটিক মহাসাগর
আর্কটিক মহাসাগর উওর মেরুতে অবস্থিত। আর্কটিক মহাসাগর যে অঞ্চলে অবস্থিত তার নাম আলেসঁদ। ৬৬° অক্ষাংশ থেকে মেরু পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আর্কটিক মহাসাগর বলা হয়। আর্কটিক মহাসাগর ৯৭০ মাইল উওর-দক্ষিন অংশে,৫৬০ মাইল পূর্ব-পশ্চিম অংশে বিস্তৃত এবং আর্কটিক মহাসাগরের আয়তন ৫,৭৫,০০০ বর্গকিলোমিটার।
(৫) দক্ষিণ মহাসাগর
অ্যান্টার্কটিক মহাসাগরকে দক্ষিণ মহাসাগর হিসেবে পরিচিত। আমরা এই মহাসাগরকে ২টি নামে ডেকে থাকি। পৃথিবীর সবচেয়ে বড় ৫ টি মহাসাগরের তালিকায় দক্ষিণ মহাসাগর দ্বিতীয় ক্ষুদ্রতম বা আয়তনে দ্বিতীয় ক্ষুদ্রতম মহাসাগর। দক্ষিণ মহাসাগর দক্ষিণ মেরুতে তথা দক্ষিণ অক্ষাংশের ৬০° থেকে দক্ষিণ দিকে এটি অবস্থিত। এই মহাসাগরটির জন্ম প্রায় ৩০ মিলিয়ন বছর আগে হয়।
শেষ কথা
আশা করি আপনি ৫টি মহাসাগরের নাম বিস্তারিত তথ্য সহকারে জানতে পেরেছেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!