যথাযোগ্য মর্যাদায় মহান একুশের ভাষা শহীদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল স্কটল্যান্ডের এডিনবরা শহরের সিটি চেম্বারের ইউরোপিয়ান হলে। এডিনবরার সাংস্কৃতিক সংঘটন থিসল-শাপলা কালচারাল গ্রুপ, হেরিয়াট-ওয়াট বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা ও লোদিয়ান রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্যার জিওফ পামার ওবিই। স্বাগত বক্তব্য রাখেন আরটি হন এবং এডিনবার্গের লর্ড প্রভোস্ট রবার্ট অ্যালড্রিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেরিওট ওয়াট বিশ্ববিদ্যালয়ের ডা. মিন-সিউ লিয়াও।
এছাড়া আরও বক্তব্য রাখেন স্কটল্যান্ড পার্লামেন্টের এমবিই এমএসপি ফয়সাল চৌধুরী, শাহনূর চৌধুরী, বদরুল ইসলাম, বদরুল হোসেন বাবু প্রমূখ।
ফয়সাল চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে গায়েলিক কবিতা আবৃত্তি করেন প্রীতি ফখরুল, সৈয়দ শামসুল ইসলাম সায়েম এবং ফখরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন রবিন হোসেন।
ভাষা শহীদদের স্মরণে সমবেত কন্ঠে পরিবেশিত হয় সালাম সালাম হাজার সালাম শীর্ষক দেশাত্মবোধক গান। এতে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত স্কটল্যান্ডে বসবাসরত শিল্পী, কলা-কুশলী এবং আমন্ত্রিত অতিথিদের অনেকে।
অনুষ্ঠান শেষে সিটি চেম্বারের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
আরও পড়ুন:
এডিনবরায় বার্নস নাইটে মনোজ্ঞ আয়োজন